আসন্ন ঈদুল ফিতরের ১০০ ভাগ উৎসব ভাতার দাবিতে প্রেস বিজ্ঞপ্তি- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়ঃ বাশিস(নজরুল)

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১১ মে ২০১৯ | আপডেট: ০৮:০৭ পিএম, ১১ মে ২০১৯

প্রেস নোটঃ বাশিস (নজরুল)
২৫% এর পরিবর্তে ১০০ ভাগ ঈদ বোনাসের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অতিরিক্ত ৪% কর্তন বন্ধের জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জনাব নজরুল ইসলাম রনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষকদের ৫% ইনক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা প্রদান করে গৌরব অর্জন করেন। সেই অর্জন ম্লান করার জন্য ৪% বেতন কেটে শিক্ষকদের অসন্তোষ বৃদ্ধি করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।নেতৃবৃন্দ আশা করেন মাননীয় প্রধানমন্ত্রীর আদেশেই অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিল হবে। অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল না করলে ঈদের পর কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নিবেন।

আজ ১১মে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মেজবাহুল প্রিন্স, ভারপ্রাপ্ত মহাসচিব, সিনিয়র সহ সভাপতি গাজি মামুন আল জাকির, সাংগঠনিক সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব আবুল হোসেন, সহকারী মহাসচিব মঈনুল ইসলাম প্রমুখ।
বিস্তারিত প্রেসবিজ্ঞপ্তিতেঃ

প্রেস নোটঃ বাশিস (নজরুল)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)