মাননীয় প্রধানমন্ত্রীকে বাশিসের পক্ষ থেকে অভিনন্দন

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৬:৩৫ এএম, ২৪ অক্টোবর ২০১৯

শেখ হাসিনা
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ২৭৩০ টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য বাশিস( নজরুল) এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও প্রাণ ঢালা শুভেচ্ছা। আরও জানাচ্ছি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগ্রামী সালাম।

বাংলাদেশের ইতিহাসে মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপ স্মরণীয় হয়ে থাকবে ততদিন যতদিন এই বাংলাদেশ নামক ভূ-খণ্ডটি থাকবে।মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি সিদ্ধান্ত শিক্ষক সমাজের জন্য কল্যানকর।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব এতে কোন সন্দেহ নেই। আজ বাংলাদেশে এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করার ফলে অনেক শিক্ষক আজ দুর্বিষহ জীবন যাপন থেকে মুক্তি পেল।

মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষক সমাজের অহংকার এবং গর্ব। প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে মাননীয় প্রধানমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিই ইতিহাস হয়ে থাকবে বাঙালি জাতির অন্তরে। জাতির কল্যানে নিবেদিত প্রাণ, মানবতার মা আপনি পারেন শিক্ষা ব্যবস্থার প্রাণ গতি সঞ্চার করতে। আপনি আমাদের অবিভাবক। আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি শিক্ষা ব্যবস্থায় বিরাজমান সকল বৈষম্য দূর করুন।

আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আশা করি শিক্ষার মান উন্নয়নের কথা বিবেচনা করে আপনি সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিয়ে বৈষম্য মুক্ত শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দিবেন।

মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিটি মুহূর্ত। দেশ পরিচালনায় দিচ্ছেন সাহসী নেতৃত্ব। দেশের উন্নয়ন যাতে বাধাগ্রস্ত হতে না পারে সে জন্য চলছে দুর্নীতির বিরুদ্ধে সাড়াশি অভিযান। দুর্নীতি করে কেউ রক্ষা পাবে না। আমরা আশা করি দুর্নীতি মুক্ত দেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ। আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মনে প্রাণে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারাই সমগ্র শিক্ষা ব্যবস্থা চিরতরে বৈষম্য মুক্ত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ অতীব জরুরি।

ধন্যবাদান্তে
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাশিস ( কেন্দ্রীয় কমিটি)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)