কারিগরি ও মাদরাসা শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধির প্রস্তাবে শিক্ষামন্ত্রীর অনুমোদন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৫:২৩ এএম, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৫:২৬ এএম, ১৯ নভেম্বর ২০১৮

---

এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষকদের বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের প্রস্তাবটি অনুমোদন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বিকেলে অথবা আগামীকাল সোমবার প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী রোববার বলেন, গত বৃহস্পতিবার রাতে দেখলাম ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার সরকারি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু লক্ষ্য করলাম ও চিঠিতে মাদরাসা ও কারিগরির কথা উল্লেখ নেই। এরপরই মন্ত্রী সাথে যোগাযোগ করলাম।

এদিকে মাদরাসা ও কারিগরি শিক্ষকদের জন্য আদেশ জারি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মাদরাসা ও কারিগরির শিক্ষকরা। এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি হলে দ্রুত সময়ের মধ্যে মাদরাসা শিক্ষকদের প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার অর্থ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। সেইসাথে ২০১৮ খ্রিস্টাব্দের ১ জুলাই থেকে কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়। কিন্তু মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের অর্থ ছাড়ের বিষয়ে এখনো তেমন অগ্রগতি হয়নি। তাই মাদরাসা শিক্ষক ও কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

এদিকে বেসরকারি শিক্ষক নেতারা নভেম্বরের বেতনের সাথেই মাদরাসায় কর্মরত শিক্ষক ও কর্মচারীদের পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ ও মাদরাসা অধিদপ্তরের কাছে অনুরোধ জানিয়েছেন।
এবিষয়ে মাদরাসা ও কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভুঞা জানান, মাদরাসা শিক্ষকদের বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে আজ রোববার পাঠানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পেলে আদেশ জারি করা হবে।

এক প্রশ্নের জবাবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ জানান, বার্ষিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে একটি হিসাব মঙ্গলবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে আদেশ জারি হলে দ্রুত সময়ের মাদরাসা শিক্ষকদের প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ রোববার বলেন, মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়ার বিষয়ে মন্ত্রনালয়ের আদেশ জারি না হওয়ায় হতাশায় রয়েছেন। নভেম্বরের বেতনের সাথেই ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার অর্থ ছাড় করার অনুরোধ জানান তিনি।

শিক্ষা প্রতিদিন/নিউজ ডেস্ক/এআর


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)