১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ২৬-২৭ জুলাই

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ১৮ মার্চ ২০১৯ | আপডেট: ১০:০০ পিএম, ১৮ মার্চ ২০১৯

এনটিআরসিএ

পঞ্চদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০১৮ এর লিখিত পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ এপ্রিল ১৫তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।সোমবার (১৮ মার্চ) এনটিআরসিএর ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তথ্যমতে, আগামী ১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ২৬ জুলাই শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আগামী ২৭ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ২৬-২৭ জুলাই