নির্বাচন নিয়ে ভাবনা

শিক্ষা প্রতিদিন ডেস্ক
শিক্ষা প্রতিদিন ডেস্ক,
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮

মঈন উদ্দিন

নির্বাচন নিয়ে ভাবনা
মঈন উদ্দিন 

 

শোন শোন নির্বাচন প্রার্থীগণ শোন দিয়ে মন,

তোমার জন্য কত জনে দিচ্ছে প্রাণ বিসর্জন।

মানুষের কল্যাণই যদি হয় নির্বাচনের লক্ষ্য,

কেন তবে নেশায় মেতে খুন কর প্রতিপক্ষ?

মানুষের সেবা করিতে চাও খুব ভাল কথা,

তবে কেন ভুলে যাও স্বজন হারানোর ব্যথা?

আল্লাহ তোমায় ক্ষমতা দিয়েছে পরীক্ষার তরে,

জবাব কিন্তু দিতে হবে ঢুকবে যখন গোরে।

 

সেথায় তোমায় রক্ষা করতে কে দিবে সঙ্গ?

কাউকে তুমি পাবে না খুঁজে জীবন হলে সাঙ্গ।

সময় থাকতে ভাবরে মন কেন আসিলে ভবে,

কবরে কী জবাব দিবে যখন ফেরেস্তা জিজ্ঞাসিবে?

নির্বাচনে না জিতেও করতে পার মানব সেবা,

গরীব দুঃখীর সাহায্য করলে বাঁধা দিবে কে বা?

টাকা খরচ করেই যদি তুমি বড় নেতা হতে চাও,

পথে ঘাটে পড়ে থাকা অসহায়দের কাছে যাও।

 

দেখবে ওদের মুখে অকৃত্রিম হাসি তোমায় কাছে পেয়ে,

ফেরেস্তারাও তোমার জন্য উঠবে গুণ-গান গেয়ে।

কাকে তুমি করতে চাও খুশি হে ধনবান ভোট প্রার্থী?

আল্লাহকে খুশি করলে জ্বলবে অন্ধাকার গোরে বাত্তি।

বিবেক তোমাদের জাগ্রত হোক এ কামনা মোর ,

পরকালে খুলে যায় যেন তোমার জান্নাতেরই দোর।।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)