যুক্তরাষ্ট্র পৌঁছানোর আগেই শ্বশুরকে হারালেন সাকিব

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৭ ডিসেম্বর ২০২০ | আপডেট: ০৬:৪৫ এএম, ১৭ ডিসেম্বর ২০২০

সাকিব আল হাসান
গুরুতর অসুস্থ শ্বশুরের শয্যাপাশে গিয়ে দাঁড়াবেন বলেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলে বুধবার রাতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে।

কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুঃসংবাদ শুনতে হলো সাকিবকে। শশুরকে আর জীবিত পেলেন না তিনি। সাকিবের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তার শ্বশুর মমতাজ আহমেদ (৭২) আর নেই। সাকিব পৌঁছার আগেই, গতকাল দুপুরে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের উইসকনসিস স্টেটে প্রবাসী সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে জেমকন খুলনার হয়ে খেলছিলেন সাকিব। দলকে ফাইনালেও তুলেছিলেন তিনি। কিন্তু সেই ফাইনাল না খেলেই শ্বশুরের অসুস্থতার কথা শুনে ছুটতে হয় যুক্তরাষ্ট্রে। কিন্তু কি দুর্ভাগ্য, তার পৌঁছানোর আগেই মৃত্যু বরণ করলেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।

সাকিবের শ্বশুরের মূল বাড়ি বাংলাদেশের নরসিংদীতে। যুক্তরাষ্ট্র থেকে নিজের এলাকায় তার মরদেহ আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেওয়া হবে সিদ্ধান্ত।

শ্বশুরের মৃত্যুর মাত্র দু’দিন আগে আরো একটি দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব। গত সোমবার মৃত্যুবরণ করেন তার ফুফা ওমর আলী (৬৬)। তাকে দাফন করা হয়েছে মাগুরায়।

এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি দিয়েই ক্রিকেটে ফিরেছেন সাকিব। যদিও মাঠের পারফরম্যান্সে এখনো চেনা সাকিববে দেখা যায়নি। জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ১২.২২ গড়ে করেছেন মাত্র ১১০ রান। সঙ্গে নিয়েছেন ৬ উইকেট।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)