রাঙ্গুনিয়ায় শ্রেনিকক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্নতার মাধ্যমে ” ক্রাশ প্রোগ্রাম ” কর্মসূচী উদ্বোধন করেন : অধ্যক্ষ মাওলানা আবু তাহের

ctg_delowar
ctg_delowar, রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ৮ আগস্ট ২০১৯

রাঙ্গুনিয়ায় শ্রেনিকক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্নতার মাধ্যমে ” ক্রাশ প্রোগ্রাম ” কর্মসূচী উদ্বোধন করেন : অধ্যক্ষ মাওলানা আবু তাহের
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা জামেউল উলুম ফাযিল ডিগ্রী মাদরাসার উদ্যাগে ডেঙ্গুরোধে শ্রেনিকক্ষ পরিষ্কার ও পরিচ্ছন্নতার মাধ্যমে ” ক্রাশ প্রোগ্রাম ” কর্মসূচী উদ্বোধন করেন পোমরা জামেউল উলুম ফাযিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহের আলকাদেরী।

আজ বৃহস্পতিবার (৮ আগাষ্ট) সকাল এগারোটা সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ” ক্রাশ প্রোগ্রাম ” কর্মসূচীকে সফল করেন পোমরা জামেউল উলুম ফাযিল ডিগ্রী মাদরাসা শিক্ষক -কর্মচারী।
এদিকে সকাল এগারোটা দিকে প্রত্যেক শ্রেনি শিক্ষক একযোগে শ্রেনিকক্ষ ও মাদরাসার অাঙ্গিনা পরিষ্কার ও পরিচ্ছন্নতার সহযোগিতা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, পোমরা জামেউল উলুম ফাযিল ডিগ্রী মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, অারবি প্রভাষক এস.এম মঈন উদ্দীন, ইতিহাস প্রভাষক কুতুব উদ্দীন,অারবি প্রভাষক দিলদার হোসাইন,সহকারী মাওলানা এস.এম অাবদুল কাদের,সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলাম, সহকারী মাওলানা ইয়াকুব, এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক, এবতেদায়ী জুনিয়র শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)