এমপিওভুক্ত কলেজে কর্মরত নন-এমপিও প্রদর্শক (আইসিটি) এমপিওভুক্তিতে শিক্ষকদের স্মারকলিপি।

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি,
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৮ জুন ২০১৯

এমপিওভুক্ত কলেজে কর্মরত নন-এমপিও প্রদর্শক (আইসিটি) এমপিওভুক্তিতে শিক্ষকদের স্মারকলিপি।
মোঃ আব্দুস সালাম শিপলু || বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ এমপিওভুক্ত বেসরকারি কলেজ নন-এমপিও প্রদর্শক (আইসিটি) শিক্ষক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর সমন্বয়ক-১ শিক্ষক নেতা (প্রদর্শক, জয়লা জুয়ান ডিগ্রি কলেজ, বগুড়া) মো. আব্দুস সালাম, সমন্বয়ক-২ শিক্ষক নেতা (প্রদর্শক, আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, বগুড়া) মো. রুহুল আমিন, সমন্বয়ক-৩ শিক্ষক নেতা (প্রদর্শক, বান্দাইখাড়া ডিগ্রি কলেজ, নওগাঁ) মো. আনোয়ার হোসেন তরফদার সহ অন্যান্য প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) শিক্ষক কর্তৃক সর্বসম্মত সিদ্ধান্তে অবিলম্বে রাজশাহী বিভাগ ও ঢাকায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান (মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষা মন্ত্রী, সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী) এর কর্মসূচি ঘোষণা ও প্রস্তুতি…।

কর্মসূচির প্রস্তুতি হিসাবে গত ১৯মে ২০১৯খ্রিষ্টাব্দে সকাল ১০ ঘটিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহীতে কেন্দ্রীয় কমিটির শিক্ষক নেতাগণ ও রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের এমপিওভুক্ত বেসরকারি কলেজের সম্মানিত শিক্ষক নন-এমপিও প্রদর্শক (আইসিটি) গণ উপস্থিত ছিলেন। দেশের এমপিওভুক্ত বেসরকারি কলেজে গত ২০০৫ সালের ২০ মার্চ তারিখের পূর্বে হতে বৈধ নিয়োগপ্রাপ্ত ও কর্মরত নন-এমপিও প্রদর্শক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কম্পিউটার শিক্ষা) পদে শিক্ষা মন্ত্রণালয় হতে দ্রুত এমপিও জমা আদেশের পত্র প্রাপ্তি ও পুরাতনদের কাগজপত্র সরাসরি ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তে জমা নিতে পদক্ষেপ গ্রহণ করতে সম্মানিত শিক্ষকগণ তাদের নিয়োগ ও যোগদান পত্র সহ কলেজে বর্তমান জনবল কাঠামোর বাহিরে বিবেচিত ৩য় শিক্ষকদের মানবিক দিক বিবেচনা করে ২০১৮ সালের ২৮ আগস্ট তারিখে এমপিওভুক্তি আদেশ ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে বর্তমান জনবল কাঠামোতে বৃদ্ধিপ্রাপ্ত পদ সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে গত ২০১৮ সালের ০৬ আগস্ট ও ১০ অক্টোবর তারিখে এমপিওভুক্তি আদেশ বিষয়ক কাগজপত্র/নথি, কিছু সংখ্যক শিক্ষক মহামান্য হাইকোর্টে রীটের রায়ের সার্টিফাই কপি অনুলিপি কেন্দ্রীয় শিক্ষক নেতাদের নিকট জমা দেন।

শিক্ষা প্রতিদিন/আ.সা.শি

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)