শিক্ষা মন্ত্রণালয় হতে কলেজে নন-এমপিও আইসিটি প্রদর্শকদের এমপিওভুক্তি আলাদা পত্র জারি করার দাবি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ১১:৫৭ পিএম, ২৩ জুন ২০১৯

নন-এমপিও আইসিটি প্রদর্শকদের এমপিওভুক্তি আলাদা পত্র জারি করার দাবি
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। ১৯৯৬ খ্রিষ্টাব্দে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বেসরকারি বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিক স্তরে কম্পিউটার বিজ্ঞান বিষয় চালু হয় (বিদ্যুত সংযোগ, ল্যাব, বিষয় অনুমোদন)। পরবর্তীতে সরকার কম্পিউটার বিজ্ঞান বিষয়কে কম্পিউটার শিক্ষা বিষয় নামে সংশোধন করে। বিভিন্ন সময় কম্পিউটার শিক্ষা বিষয়ের পাঠদানের জন্য কলেজে প্রভাষক ও প্রদর্শক পদে শিক্ষক নিয়োগ দিয়েছে। (সূত্রঃ জনবল কাঠামো শিক্ষাঃ মন্ত্রণালয়েরর রেজুলিউশন নং শাঃ ৪/৩ বি-৫/৮১/১৪২ তারিখ-১৭/১১/১৯৮১ইং অনুযায়ী বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষ্ট্যাফিং প্যাটার্ন ঘোষণা করে। সে মোতাবেক প্রদর্শকগণ নিযোগ প্রাপ্ত হয়। নিয়োগ বিধিমালাটি যা গত ২০/০৩/২০০৫ইং তারিখ পর্যন্ত বহাল ছিল)। বর্তমানে বেশির ভাগ প্রভাষক দীর্ঘ ভোগান্তির পর এমপিওভুক্ত ও গত ২০০৫ খ্রিষ্টাব্দ পূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালকের মৌখিক ছাড়ে বেশিরভাগ প্রদর্শক দীর্ঘ ভোগান্তির পর এমপিওভুক্ত হয় এবং হঠাৎ গত ২০০৫ খ্রিষ্টাব্দ মৌখিক ছাড় বন্ধ হওয়াতে গত ২০০৫ খ্রিষ্টাব্দের ২০ মার্চ তারিখের পূর্বের নিয়োগকৃত সেই সময়কার কয়েকশত প্রদর্শক এখনও এমপিওভুক্তি হতে পারেনি। বর্তমানে এমপিওভুক্তির সরকারি অফিস আদেশের অপেক্ষায় আছেন।

২০০৬ খ্রিষ্টাব্দ, গত ২০০৫খ্রিষ্টাব্দের ২০ মার্চ এর পূর্বে নিয়োগকৃত দেশের এমপিওভুক্ত বেসরকারি কলেজে আইসিটি (কম্পিউটার শিক্ষা) পদে নন-এমপিওরা হাইকোর্টে রিট করেন। আদালত তাদের এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়। তারপর অনেক প্রদর্শক রিট করেও রায় নেন। বর্তমানে এমপিওভুক্তির অফিস আদেশ জারির অপেক্ষায় আছেন।

শিক্ষানীতি-২০১০ অনুযায়ী শিক্ষাকে যুগোপযোগী করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কম্পিউটার শিক্ষা) বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। ২০১২ খ্রিস্টাব্দ সরকার জাতীয় শিক্ষানীতি আলোকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়কে আবশ্যিক বিষয় হিসাবে অন্তভুক্ত করে। বিষয়টি পাঠদানের দায়িত্বপান নিয়োগ প্রাপ্ত উচ্চমাধ্যমিক স্তরে কর্মরত কম্পিউটার শিক্ষা বিষয়ক প্রভাষক ও প্রদর্শক (এমপিও/নন-এমপিও) পদের শিক্ষকগণ। এরাই আবশ্যিক বিষয় আইসিটি বিষয়ের শিক্ষক।

২০১৮ খ্রিষ্টাব্দে ১২ জুন তারিখে জারিকৃত “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮” অনুযায়ী উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কলেজগুলোতে প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) প্যাটার্নভুক্ত পদ। নিয়োগ ও এমপিও বিষয়ে নতুন বেসরকারি (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর আলোকে প্যাটার্নভুক্ত হওয়ায় ২৪ এর (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত পদে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে গত ২০০৫খ্রিষ্টাব্দে ২০ মার্চ তারিখের পূর্বে হতে নিয়োগকৃত প্রদর্শকদের এমপিওভুক্তির জন্য অফিস আদেশ জারি করা।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদ সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে ও ডিগ্রি কলেজে তৃতীয় শিক্ষক পদ পূর্বের নিয়োগকৃতদের নিম্ন মাধ্যমিকে আইসিটি শিক্ষক পদে এমপিও প্রদানের জন্য এবং যে প্রতিষ্ঠানে পূর্বে নিয়োগ নেই শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ করতে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২০১৮খ্রিষ্টাব্দের ০৬ আগস্ট ও ১০ অক্টোবর তারিখে অফিস আদেশ জারি করেছে। এমপিওভুক্ত বেসরকারি কলেজ গুলোতে জনবল কাঠামোর বাহিরে পূর্বে নিয়োগ প্রাপ্ত/প্যাটার্ন বর্হিভুর্ত ডিগ্রি স্তরের পূর্বের তৃতীয় শিক্ষক পদে এমপিওভুক্তির জন্য গত ২০১৮খ্রিষ্টাব্দে ২৮ আগস্ট তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অফিস আদেশ জারি করেছে। বর্তমানে এমপিওভুক্ত হয়েছে।
তবে এখনও এমপিওভুক্ত বেসরকারি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ গুলোতে গত২০০৫খ্রিষ্টাব্দে ২০ মার্চ তারিখের পূ্র্বে হতে নিয়োগকৃত ও যোগদানকৃত এবং বিষয় অধিভুক্ত প্রদর্শক পদে কর্মরত কয়েকশত প্রদর্শক আইসিটি (কম্পিউটার শিক্ষা) এমপিওভুক্ত হয়নি। এমপিও করতে শিক্ষা মন্ত্রণালয় হতে এমপিওভুক্তির আলাদা অফিস আদেশ জারি হয়নি।

বর্তমান শিক্ষা বান্ধব সরকারের শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সম্ভবত অবগতঃ দেশে মোট এমপিওভুক্ত বেসরকারি কলেজের মধ্যে প্রায় সবগুলো প্রতিষ্ঠানে প্রদর্শক আইসিটি (কম্পিউটার শিক্ষা) পদটি গত ২০০৫খ্রিষ্টাব্দে ২০ মার্চ তারিখের পূর্বে হতেই নিয়োগকৃত আছে ও অনেক সংখ্যক আইসিটি প্রদর্শক বিভিন্ন সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মৌখিক নির্দেশে বিভিন্ন সময় এমপিওভুক্ত হয়েছে। বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি সবগুলো কলেজের মধ্যে দেশব্যাপী মাত্র কয়েকশত আইসিটি প্রদর্শক পদে নন-এমপিও শিক্ষক যা আছে তা গত ২০০৫খ্রিষ্টাব্দে ২০ মার্চ তারিখের পূর্বে হতে নিয়োগকৃত। তারা প্রায় ১৪/১৫ বছর যাবত মানবেতর জীবনযাপন করে আসছে।
দেশে এমপিওভুক্ত বেসরকারি কলেজের মধ্যে প্রায় উপজেলায় প্রদর্শক (আইসিটি) পদে নন-এমপিও শিক্ষক সংখ্যা মাত্র প্রায় ১/২ জন বা প্রতি জেলা ভিত্তিক নন-এমপিও মাত্র প্রায় ৫/৬ জন শিক্ষক হবে। শুধু তাদের এমপিও হয়নি। আইসিটি প্রদর্শক পদে এমপিও হবার অপেক্ষায় আছে। তাদের এমপিও প্রদানে সরকারের তেমন অর্থ ব্যয় হবেনা।

শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে গত ২০১৯খ্রিষ্টাব্দে ৩০মে তারিখে জারিকৃত [ স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭৪.০৩০.০০১.২১১৭ (অংশ-১).১৪৭ ] পত্রে এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে গত ২০১৯খ্রিষ্টাব্দে ১৩ জুন তারিখে জারিকৃত [ স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০২১.১৮/২২১৩/৪ ] পত্রে প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে গত ২০০৫ খ্রিষ্টাব্দে ২০ মার্চ তারিখের পূর্বে বৈধ নিয়োগকৃত ও কর্মরতদের চাকুরি বিষয়ে কোন সমস্যা না থাকলেও এমপিও ভুক্ত বিষয়ে কোন পষ্ট নির্দেশনা নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রদর্শকগণ আশাহত। এজন্য পূর্বের বৈধ নিয়োগকৃত নন-এমপিও প্রদর্শকদের এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় হতে পত্র জারি করা। এজন্য এমপিওভুক্ত কলেজ গুলোর নন-এমপিও আইসিটি প্রদর্শক এর প্রতিনিধি শিক্ষক নেতারা শিক্ষা বান্ধব সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি পত্র জারির পর পরই সাক্ষাত করেছে ও স্মারকলিপি এবং ডকুমেন্ট/নথি প্রদানের প্রম্তুতি নিয়েছে।

তবে যে গুলো বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রদর্শক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে নিয়োগকৃত নেই তা কলেজ চাহিদাপত্র অনুযায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগদানের জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগ প্রদান করতে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ এর ২৪ এর (ঘ) অনুযায়ী পত্র জারি করেছে। যা সময় উপযোগী উদ্যোগ।

অতএব ১৪/১৫ বছর যাবত মানবেতর জীবনযাপনকারী দেশে এমপিওভুক্ত বেসরকারি উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কলেজে গত ২০০৫খ্রিষ্টাব্দে ২০ মার্চ তারিখের পূ্র্বে হতে নিয়োগ ও যোগদানকৃত এবং সকল নন-এমপিও প্রদর্শক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (কম্পিউটার শিক্ষা) শিক্ষকদের এমপিও ভুক্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এমপিওভুক্তির জন্য আলাদা পত্র জারি করা। বিষয়টি শিক্ষা বান্ধব সরকারকে অবগত করা হয়েছে। প্রদর্শকদের কর্মসূচি চলছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় হতে দ্রুত এমপিওভুক্তির আলাদা পত্র জারির জন্য কার্যক্রম চলছে।

লেখক পরিচিতিঃ
মো. আব্দুস সালাম।
প্রদর্শক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি),
জয়লা জুয়ান ডিগ্রি কলেজ, শেরপুর, বগুড়া।

সমন্বয়ক-১
বাংলাদেশ এমপিওভুক্ত বেসরকারি কলেজ নন-এমপিও প্রদর্শক (আইসিটি) শিক্ষক।
কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ।
মোবাইল নং ০১৭১৪ ৪৬৩১৩৮।

(মতামত প্রদানের জন্য সম্পাদক দায়ী নয়)