জাতীয়করণের যত সুবিধা

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২৩ মে ২০১৯

:জাতীয়করণের যত সুবিধা
বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করা হলে কে লাভবান হবেন আর কে ক্ষতি গ্রস্ত হবে তা তুলে ধরার প্রয়াস করছি মাত্র।সরকারী করা হলে আমার মতে শতভাগই সুবিধা।নিম্ন তা তুলে ধরলাম!

★দরিদ্র জনগোষ্ঠির মধ্যে লেখা পড়ার প্রবনতা বৃদ্ধি পাবে।
★দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পরা বন্ধ হবে।
★দরিদ্র জনগোষ্ঠির উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত হবে।
★সরকার ঘোষিত গ্রাম অঞ্চল শহরে রুপান্তর করার কাজ শতভাগ সম্পন্ন হবে।
★সামগ্রিক উচ্চ শিক্ষার হার বৃদ্ধি পাবে।
★দরিদ্র জনগোষ্ঠি অর্থনৈতিক ভাবে উপকৃত হবে।
★ধ্বনি দরিদ্রের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর হবে।
★শিক্ষাক্ষেত্রে বিরাজমান সকল বৈষম্যের অবসান হবে
★প্রতিষ্ঠানে উপযুক্ত লেখা-পড়া উপযোগী পরিবেশ তৈরী হবে।
★বেসরকারী শিক্ষকরা অর্থনৈতিক মুক্তি পাবে।
★ শিক্ষকরা পাঠদানে আন্তরীক হবে।
★বেসরকারী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাব।
★দেশ শিক্ষিত জন শক্তিতে রুপান্তরিত হবে।
★উন্নত রাষ্ট্র বিনির্মানের কাজ সহজ সাধ্য হবে।
★শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সহায়ক শক্তি অর্জনে ভূমিকা রাখবে।
★বিশ্বের দরবার জাতি হিসবে বাংলাদেশীরা মাথা উঁচু করে বাঁচতে পারবে।
★দরিদ্র মুক্ত দেশ গঠিত হবে।
★সরকারের প্রতি দেশের প্রতিটি নাগরিকের আস্থা বাড়বে।
★মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে, ফলে শিক্ষার মানন্নোয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখনে।
★শিক্ষকদের উপর ম্যানেজিং কমিটির নিপীড়ন, নির্যাতন বন্ধ হবে।
★স্থানীয় ম্যানেজিং কমিটির দৌরাত্মতা কমবে।
★স্থানীয় উৎশৃঙ্খল বখাটেদের থেকে শিক্ষার্থী নির্যাতন, নিপীড়ন ও হ্রাস পাবে।
★দরিদ্র অভিভাবকের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
★শহর ও গ্রামের বৈষম্যের অবসান হবে।
★ফলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শতভাগ সফলতা আসবে।
★সকল বেসরকারী প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমেই দেশের বিরাজমান সকল বৈষম্য দূর হবে এবং জাতি ও দেশ উন্নতির চরম শিখরে আরোহণ করবে।
★জাতির জনকের অপূরণীয় স্বপ্ন বাস্তবায়িত হবে।
★তাই বলা যায় জাতীয়করণ শুধু শিক্ষকদের স্বার্থে নয় গোটা জাতি ও দেশের স্বার্থেই বেশি প্রয়োজন।
★সর্বোপরি মানুষের প্রধান একটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

অতএব,উপরের বিষয়গুলো বিবেচনা পূর্বক,সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২০১৯/২০ অর্থ বাজেটেই জাতীয়করণের ঘোষনা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী উন্নত দেশ ও জাতি গঠনের পরিকল্পনা শতভাগ পূরণ করবেন বলে আমি বিশ্বাস করি।

মোহাম্মদ মোকাররম হোসেন(আপন),
সাধারণ সম্পাদক,
বাংলাদেশ শিক্ষক সমিতি( নজরুল)।
চট্টগ্রাম বিভাগ।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)