আগামী ১ লা মে বাশিস ( নজরুল) এর দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২২ এপ্রিল ২০১৯

বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল)

বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) আগামী ১ লা মে জাতীয় প্রেসক্লাবে বেসরকারি শিক্ষকদের অতিরিক্ত ৪% কর্তন বন্ধ সহ সরকারি ন্যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ঈদ বোনাস, বদলি এবং সমগ্র বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানব বন্ধন ও এক আলোচনা সভার ডাক দিয়েছে ।
তাই বেসরকারি শিক্ষক সমাজ আপনারা এই কর্মসূচীকে সফল করার জন্য নিজে আসুন এবং অন্যকে আসার জন্য উৎসাহিত করুন।
এই মানব বন্ধন ও আলোচনা সভায় আপনারা সবাই নিমন্ত্রিত।সংগঠন যার যার দাবি মোদের সবার তাই সকল মান অভিমান ভুলে বাশিসকে সহযোগিতা করুন এবং আন্দোলনকে সফল করুন।
বেসরকারি শিক্ষক সমাজ আজ পর্যন্ত আন্দোলন ছাড়া কিছুই আদায় করতে পারিনি এ কথাটা সবাইকে মনে রেখে এগিয়ে আসতে হবে।
আমাদের মধ্যে বিভাজন থাকলে দাবি আদায় হবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিছু পেতে পারি। নতুবা কারোর একার পক্ষে দাবি আদায় করা সম্ভব হবে না। আমরা বেসরকারি শিক্ষক সমাজ পিছিয়ে পড়েছি ঐক্য না থাকার কারণে । আসুন আমরা বৃহওর ঐক্য গড়ে তুলি এবং দাবি গুলো আদায় করি।
মহান জাতীয় সংসদে অতিরিক্ত ৪% কর্তন বিল যাতে পাশ করাতে না পারে সেটা সম্পর্কে সবাইকে সোচ্চার হতে হবে। নতুবা এই প্রজ্ঞাপন বাতিল করা সম্ভব হবে না ।

আসুন আমরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। বাড়তি কোনো সুযোগ সুবিধা না দিলে এই প্রজ্ঞাপন মানি না মানব না জোরালো কন্ঠে আওয়াজ তুলি।

ধন্যবাদান্তে
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম - মহাসচিব
বাশিস ( নজরুল)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)