প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী ফলাফল দেখার নিয়ম

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ০৮:০১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮

প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফলাফল

২০১৮ সালের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ২৪ ডিসেম্বর প্রকাশ করা হবে। ঐদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গণভবনে ফল‍াফল হস্তান্তর করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

উক্ত ফলাফল দুপুর ২:০০ টার পর এসএমএস ও অনলাইনে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে অনলাইনে ফলাফল জানতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানবেন এই ফলাফল…
পদ্ধতি-১ঃ
প্রথমে www.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট অপশনে ক্লিক করতে হবে।
এরপর Examination Name সিলেক্ট করতে হবে। অতপর District>Thana>Passing Year>Roll Type করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

পদ্ধতি-২ঃ

DPE < স্পেস > পরীক্ষার্থীর আইডি নম্বর < স্পেস > পাশের বছর

এরপর Send করুন 16222 নম্বরে।

উদাহরণ: DPE 1120172060810798 2018 Send করুন 16222 নম্বরে।

ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ

মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।

উদাহরণঃ EBT 1120172060810798 2017 Send করুন 16222 নম্বরে।

থানা উপজেলা কোড ডাউনলোড করুন

অ্যানড্রায়েড মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফলঃ
প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষার ফল অ্যানড্রয়েড মোবাইলেও জানা যাবে। থেকে যেকোনো অ্যানড্রয়েড মোবাইল থেকে Primary Terminal Result (https://play.google.com/store/apps/details?id=com.coderainbd.primaryterminalresult) অ্যাপস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

পরীক্ষার্থীর সংখ্যাঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে ছাত্র সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৮১৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৩৯ জন।

পাশের হারঃ গতবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ছিলো ৯৫ দশমিক ১৮ শতাংশ আর ইবতেদায়ীতে পাসের হার ছিলো ৯২ দশমিক ৯৪ শতাংশ। সেবার প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় জিপিএ ৫ পায় ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। গতবার ২০১৬ সালের চেয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা শতকরা সোয়া ৩ ভাগ কম ছিলো।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)