বিশ্ব শিক্ষক দিবসে হউক বৃহত্তর ঐক্য

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি
মোঃ আবুল হোসেন, নিজস্ব প্রতিনিধি ||
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দিন দিনই বেড়ে চলেছে সংগঠনের সংখ্যা। শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে কে কত বড় নেতা? কার সংগঠন কত বড়? কার জনমত বেশি এই নিয়ে খেলা। বাস্তবতা হলো কোন সংগঠনের একার পক্ষে কোন দাবিই আদায় করা সম্ভব নয়। যতদিন পর্যন্ত সকল সংগঠনের নেতৃবৃন্দ এক প্লাটফর্মে না আসবে ততদিন পর্যন্ত আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সফলতার মুখ কখনো দেখব না। আলোচনা বিহীন আন্দোলন কখনো ফলপ্রসূ হবে না। সকলের মতামতকে গ্রহণ করে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।

সকল নেতৃবৃন্দের উচিত পূর্বের সকল মতপার্থক্য ভুলে গিয়ে এক প্লাটফর্মে আসা। আজ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা চেয়ে আছে শিক্ষক নেতৃবৃন্দ কখন এক প্লাটফর্মে আসবেন। দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন সেই অপেক্ষায়। দিন দিনই সংগঠন গুলোর অনৈক্যের কারণে আমরা মূল লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছি। তাইতো এখন কোন সংগঠন কর্মসূচি ঘোষণা করলে সাধারণ শিক্ষকরা সাড়া দেন না। ঘরে বসে বসে আন্দোলনের তামাশা দেখেন। এখন সাধারণ শিক্ষকদের কোন সংগঠনের ওপর নেই কোন আত্মবিশ্বাস। এখন বাস্তবতা উপলব্ধি করে যদি সংগঠনের নেতৃবৃন্দ এক প্লাটফর্মে আসেন তাহলে কিছুটা হলেও বিশ্বাস করবে সাধারণ শিক্ষক বৃন্দ। আন্দোলনের ডাক দেওয়া মাত্র নেমে আসবে রাজ পথে। আন্দোলন হবে ফলপ্রসূ। আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কেন ঐক্যমতে পৌঁছাইতে এত অনীহা এটা বোধগম্য নয়। আমাদের দাবি দাওয়া এক। কিন্তু আন্দোলন ভিন্ন হবে কেন? ভিন্ন মতামত থাকবে কেন?
প্রতীকী ছবি
আসুন শিক্ষক নেতৃবৃন্দ বিশ্ব শিক্ষক দিবসের মুল মন্ত্র হউক বৃহত্তর ঐক্য গড়ব দাবি আদায় করব। আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এই পরিচয় পাল্টাতে এই মুহুর্তে যা প্রয়োজন তাহল শিক্ষক সংগঠন গুলোর মধ্যে বিভাজন বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। দাবিকে প্রাধান্য দেওয়া। নেতৃত্ব ধরে রাখা নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত নেতৃত্ব চাই। বিবেদ নয়। সারা বাংলার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক একটি ডাকে সাড়া দিয়ে রাজ পথে নেমে এমন নেতৃত্ব চাই।
আমি আশা করি নেতৃবৃন্দ বিশ্ব শিক্ষক দিবসে এক প্লাটফর্মে আসবেন। এই কামনা করি আল্লাহর নিকট।

সিনিয়র যুগ্ম মহাসচিব
বাশিস ( কেন্দ্রীয় কমিটি)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)