ফুটবলে সবচেয়ে বেশি শিরোপা জেতা দলগুলোর তালিকা প্রকাশ

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৬:১৩ এএম, ৩০ জুলাই ২০২১ | আপডেট: ০৬:১৬ এএম, ৩০ জুলাই ২০২১

ব্রাজিল-আর্জেন্টিনা
ফুটবলে এখন পর্যন্ত কোন দেশ সবচেয়ে বেশি শিরোপা জিতেছে? সবচেয়ে বেশি শিরোপা জেতার তালিকায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর অবস্থান কত? এবার সে তালিকায় প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম।

এক্ষেত্রে অবশ্য ওয়েবসাইটটি বিশ্বকাপ, মহাদেশীয় কাপ ও কনফেডারেশন কাপকে প্রধান কাপ হিসেবে ধরেছে। শিরোপা জেতার অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। সর্বোচ্চ ১৮টি শিরোপা জিতে এ তালিকায় যৌথভাবে সবার উপরে আছে ব্রাজিল-আর্জেন্টিনা।

৫টি বিশ্বকাপ, ৯টি কোপা আমেরিকা ও ৪ টি কনফেডারেশন কাপ জিতেছে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা ২টি বিশ্বকাপ, ১৫টি কোপা আমেরিকা ও ১টি কনফেডারেশন কাপ জিতেছে।

শিরোপা জয়ের তালিকায় তিনে আছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ উরুগুয়ে। তারা মোট ১৭টি শিরোপা জিতেছে। এর মধ্যে ২টি বিশ্বকাপ ও ১৫টি কোপা আমেরিকা।

১১টি উত্তর আমেরিকার মহাদেশীয় শিরোপা কনকাকাফ গোল্ড কাপ ও একটি কনফেডারেশন কাপ জয়ী মেক্সিকো এ তালিকায় চারে অবস্থান করছে। ৪টি বিশ্বকাপ, ৩টি ইউরো কাপ ও একটি কনফেডারেশন কাপ জিতে পাঁচে আছে জার্মানি।

সূত্রঃ বার্তা বাজার