আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা -২০১৯

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ১০:৩১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা -২০১৯
তাজ মাহমুদ, ( লংগদু, রাঙ্গামাটি ) ||
আজ ১৫ই সেপ্টেঃ, ২০১৯ রোজ রবিবার লংগদু সেনা জোন কতৃক আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতা-২০১৯ উপজেলা হলরুমে শুরু হয়। লংগদু সেনা জোনের ক্যাপ্টেন ইসতিয়াক আহমেদ এর সঞ্চালনায় উক্ত বিতর্ক প্রতিযোগীতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।

উপজেলার ১৬ টি বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে প্রথম রাউন্ডে ৮ টি বিদ্যালয় জয়ী হয়ে ২য় রাউন্ডে তথা কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। আজ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগীতায় ইংশগ্রহন করে। প্রতিষ্ঠান গুলো হলো রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় বনাম করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়, উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয় বনাম উত্তর ইয়ারিংছড়ি বিদ্যালয়, গুলশাখালি মাধ্যমিক বিদ্যালয় বনাম কালাপাকুজ্যা সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় ও বায়তুশশরফ আদর্শ দাখিল মাদ্রাসা বনাম লংগদু বালিকা বিদ্যালয়। তন্মধ্যে উগলছড়ি, গুলশাখালি, বায়তুশশরফ ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনাল আগামী ২৫সেপ্টেঃ উগলছড়ি মুখোমুখি হবে রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের এবং গুলশাখালি মুখোমুখি হবে বায়তুশশরফের।