NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত বদলি প্রত্যাশী শিক্ষকদের প্রতি আহবান

মোঃ সিরাজুল ইসলাম
মোঃ সিরাজুল ইসলাম,
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

প্রতীকী ছবি
সম্প্রতি Ntrca কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিও ও নন-এমপিও সকল শিক্ষকদের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটি এর পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।২০১৫ ও ২০১৬ দুই ধাপে প্রায় ৬০,০০০ শিক্ষক নিয়োগ পেয়েছেন।যার মধ্যে ৭০%এর উপরে নিজ জেলার বাহিরে নিয়োগ পেয়েছেন।এত স্বল্প আয়ে অন্য জেলায় বসবাস করা অসম্ভব ও মানবেতর জীবন যাপন করতে হয় বিধায় “বদলি”দাবিতে আপনারাও এগিয়ে আসুন। ১০০০টাকা বাড়ি ভাড়া নাই তাই নিজ জেলা /উপজেলায় যেতে চাই।এই স্লোগান সামনে রেখে এগিয়ে আসুন। আমরা বাবা মায়ের সেবা করতে চাই,এলাকায় শিক্ষার আলো ছড়াতে চাই,ম্যানেজিং কমিটির থাবা থেকে বেরিয়ে এসে সুস্থ ও স্বাভাবিকভাবে বাচতে চাই।আপনারা সবাই নিঃসন্দেহ তরুন ও মেধাবী শিক্ষক। বদলি বাস্তবায়ন কমিটিতে অভিজ্ঞ শিক্ষকদের পাশাপাশি তরুন ও নব শিক্ষকদের সমানভাবে মুল্যায়ন করা হয়।আপনাদেরকেও মুল্যায়ন করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী তরুণ ও কর্মরত শিক্ষকদের মুল্যায়ন করেন। আসুন আমরা বদলির দাবি জানাই,সরকার বাহাদুরের দৃষ্টি অাকর্ষণ করি ও সরকারকে সহযোগিতা করি। নিঃসন্দেহ কমিটিতে সবাই কর্মরত শিক্ষক ও অবসরপ্রাপ্তবিহীন।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটি এর পতাকাতলে সকলেই সমবেত হোন ও শিক্ষকদের অধিকার আদায়ে সকলেই ততপর হোন।
আপনারা অনেক আন্দোলন, সংগ্রাম, রীটসহ বিভিন্ন কর্মসুচির মাধ্যম নিয়োগ পাওয়ায় সংগ্রামী সালাম ও শুভেচ্ছা।
আপনারা বদলি বাস্তবায়ন কমিটিতে অংশগ্রহণ করে দাবী আদায়ে জোড়ালু ভুমিকা পালন করার জন্য সকলের প্রতি আহবান রইল।
“শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ”

ধন্যবাদান্তে
মোহাম্মদ সিরাজুল ইসলাম,
সদস্য সচিব,
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বাস্তবায়ন কমিটি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)