ঠাকুরগাঁওয়ে প্রসবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেলেছেন ডাক্তার
গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও || প্রসব করাতে গিয়ে নবজাতকের মাথা ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুরের জুয়েল ইসলাম নামের এক গ্রাম্য ডাক্তারের বিরুদ্ধে।
সোমবার (১৫ জুলাই) সন্ধায় এ ঘটনা ঘটার পরে মুমূর্ষু অবস্থায় ওই প্রসূতি নারীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।এর আগে গত ১৩ জুলাই শনিবার বাচ্চা প্রসবের সময় স্থানীয় ডাক্তার জুয়েল ইসলামের পরামর্শে তার কাছেই বাচ্চা প্রসবের সিদ্ধান্ত নেন ওই নারী। ডাক্তার জুয়েল ইসলাম স্থানীয় এক দাই/ ধাত্রীকে সঙ্গে নিয়ে বাচ্চা প্রসব করাতে গিয়ে বাচ্চার মাথা ধরে টানাটানি করলে তার মাথা ছিড়ে যায়। পরে অবস্থা খারাপ হতে থাকলে রোগীকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয় এবং পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয় ।
রোগীর স্বামী রাজ্জাকুল ইসলাম বলেন, ওই ডাক্তার আমার সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীর শারীরের অবস্থাও ভালোনা । বাচ্চার মাথা চিড়ে গেলে বাকি অংশটুকু আমার স্ত্রীর শরীরের ভেতরে থেকে যায়। এ ব্যাপারে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক ও গাইনি কনসালটেন্ট ডা. রেজা বলেন, ‘অস্ত্রপচার করে মায়ের পেট থেকে মাথা ছাড়াই বাচ্চার দেহ বের করা হয়েছে। আর কিছুটা দেরি হলে মাকেও বাঁচানো যেত না।’
ঠাকুরগাঁও সদর থানা ওসি আসিকুর রহমান জানান, এ ঘটনা শোনার সাথে সাথেই ওই ডাক্তারকে ধরতে পুলিশ তল্লাশি চালিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।