পূর্নাঙ্গ উৎসব ভাতা,বদলি,বাড়ি ভাড়া বৃদ্ধি ও জাতীয়করণ দাবিতে বাশিস (নজরুল) এর মানবন্ধন

মোঃ সিরাজুল ইসলাম
মোঃ সিরাজুল ইসলাম,
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১২ জুলাই ২০১৯ | আপডেট: ০৭:০৫ পিএম, ১২ জুলাই ২০১৯

পূর্নাঙ্গ উৎসব ভাতা,বদলি,বাড়ি ভাড়া বৃদ্ধি ও জাতীয়করণ দাবিতে বাশিস (নজরুল) এর মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক ||
অবসর ও কল্যাণ ফান্ডের জন্য ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিল, NTRCA নিয়োগের পুর্বে বদলি ব্যবস্থা চালুর দাবিতে আজ ১২জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। একই সাথে তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদানেরও দাবি করেছেন।

শুক্রবার (১২ জুলাই ) বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

নজরুল ইসলাম রনি বলেন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় অতিরিক্ত কর্তনের প্রতিবাদে কর্মসূচি চলবে। পাশাপাশি ১০০% বোনাস দাবি করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা জনাব সাইদুল হাসান সাহেদ।
সিনিয়র সহ সভাপতি, গাজী মামুন আল জাকির বলেন জাতীয়করণ আদায়ে অতিরিক্ত কোন ব্যয় হবে না, আয়ব্যয় গ্রহণ করলে জাতীয়করণ হয়ে আরও হাজার কোটি টাকা লাভ হবে।
বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গতিশীল করতে অবিলম্বে বদলি ব্যবস্থা চালু করতে হবে পাশাপাশি ৫০% বাড়ি ভাড়া দিতে হবে প্রভাষকদের অনুপাত প্রথা ৫ঃ২বাতিল করতে হবে। ২০২০ সালের মধ্যে সফটওয়্যার বদলি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হলেও প্রজ্ঞাপন জারী না করায় হতাশ হচ্ছে শিক্ষকরা, সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই দূর্নীতি, কোচিংবাজ ও পেশিশক্তির প্রভাব শিক্ষার সার্বিক কার্যক্রম ব্যহত করছে। তাই অবিলম্বে বদলি ব্যবস্থা চালুর জোর দাবি জানান এই শিক্ষক নেতা।বিকাল ৪ঃ০০ঘটিকায় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কর্মসূচি হিসেবে ঘোষণা করেন শিক্ষাবিদদের সংগে গোল টেবিল বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেষ্টা অব্যাহত ইত্যাদি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি গাজী মামুন আল জাকির, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,অর্থ সম্পাদক, হারুন অর রশিদ, বাশিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আবুল হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোস্তফা জামান, সহকারী মহাসচিব মো. ইকবাল মনসুর মহিলা সম্পাদক ইয়াসমিন উষা,,যুগ্ম মহাসচিব, সম্পাদক হান্নান সরদার,বাংলাদেশ শিক্ষক সমিতি মুন্সীগঞ্জ জেলা সভাপতি রতন কুমার সরকার, প্রচার সম্পাদক, ইলিয়াস মিয়া, যুগ্মসচিব ফিরোজ আহমেদ, প্রবল কুমার সরকার, ও দপ্তর সম্পাদক মোড়ল মালেক, হালিমা খাতুন ও একেএম করিম প্রমুখ।।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)