প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জাতীয়করণ ও উৎসব ভাতার দাবিতে অনুরোধপত্র প্রেরণ-বাশিস(নজরুল)

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি,
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১ জুলাই ২০১৯

বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল)
বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ ঈদবোনাস ও প্রতিষ্ঠানের আয় ফেরত নিয়ে জাতীয়করণের পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তাঁর অফিসে প্রধানমন্ত্রী কার্যালয় ভ্যাট ও বিতরণ শাখায় বাংলাদেশ শিক্ষক সমিতির পক্ষ থেকে অনুরোধ পত্র দেয়া হয় আজ ০১/০৭/২০১৯ খ্রিঃ রোজ সোমবার বেলা ১১ঃ০০ঘটিকায়।যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট উক্ত অনুরোধপত্র পৌছাবেন বলে নিশ্চিত করেন কার্যালয়ের কর্মকর্তারা।

এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র জনাব মোঃনজরুল ইসলাম রনি ও মহাসচিব মোঃ মিজবাহুল ইসলাম প্রিন্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে,গনতন্ত্রের মানসকন্যা, মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ঘোষণা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবেন। সেই সাথে অতিরিক্ত ৪%কর্তন বন্ধ,শতভাগ উতসব ভাতা,পুর্নাঙ্গ বাড়ি ভাড়া ও অবসর কল্যাণ ট্রাস্টে বিলুপ্তি করে পেনশন ব্যবস্থা চালুর জন্য সবিনয় অনুরোধ জানানো হয়।

শিক্ষা প্রতিদিন/বাশিস/মোহাম্মদ সিরাজুল ইসলাম,

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)