বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর শ্রীনগর উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২১ জুন ২০১৯

বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর শ্রীনগর উপজেলা কমিটি গঠন
মোঃ সিরাজুল ইসলাম || বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর মুন্সীগঞ্জ জেলা কমিটি কর্তৃক আয়োজিত শ্রীনগর উপজেলা গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শ্রীনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ বিকাল ৫ঘটিকায়। উক্ত সভায় শ্রীনগর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা উপস্থিত হয়।সভায় সর্বসম্মতিক্রমে জনাব আবু সাইদকে সভাপতি ও জনাব নুর মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীনগর উপজেলা কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী, অধ্যক্ষ, শ্রীনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব রতন কুমার সরকার, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), মুন্সীগঞ্জ জেলা ও পরিচালনায়, সঞ্চালনায় ও আয়োজনে জনাব হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) মুন্সীগঞ্জ জেলা।

সভায় সকল শিক্ষক কর্মচারীরা জাতীয়করণ আদায়ে আপোষহীন নেতা,সভাপতি, জনাব নজরুল ইসলাম (রনি) স্যারের হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এর মুন্সীগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন শীঘ্রই শ্রীনগর উপজেলা কমিটি চুড়ান্তভাবে অনুমোদন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতীয়করণ আদায় হবে বলে মন্তব্য করেন এই শিক্ষক নেতা।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)