ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ইবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ৯ জুন ২০১৯

নিখোঁজ ইবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন
মুখলেসুর রাহমান সুইট || ইবি প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) থেকে বাড়ি ফেরার পথে নিঁখোজ হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন। গতকাল বেলা ১টার পর থেকে তার সন্ধান পাচ্ছেন না বলে পরিচিতজনেরা জানিয়েছেন। মামুন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র। এছাড়া তিনি একজন হাফেজ ও ইমাম।

মামুনের পরিচিত এক বড় ভাই হুসাইন বাবু বলেন, ‘মামুন বাড়ি ফেরার পথে যশোরে থাকা অবস্থায় তার সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।’

এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খাঁনের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেটি হুবহু তুলে ধরা হলো-

‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ডিপার্টমেন্ট এর মেধাবী ছাত্র। #হাফেজ আব্দুল্লাহ আল মামুন। ৮ জুন কুষ্টিয়া থেকে সকাল ৯টায় শ্যামনগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ১টায় যশোর পৌঁছায়। পরে দুপুর ২টায় তাকে দুবার ফোন দিয়ে পাওয়া যায়নি। ৩টা থেকে তার কাছে থাকা দুটি নাম্বারই (০১৭৪৯৮৫১৮৭৫/০১৬৩৭৩৫২৩৩৮) বন্ধ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য তার মোবাইলে যথেষ্ট চার্জ ছিলো। সেই থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।

সে কোন বাসে করে যাচ্ছিলো সেটা আমরা এখনো অবগত নই। আপনারা কেউ যদি তার কোনো খোঁজ পেয়ে থাকেন, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন ০১৭৫৫-১৫৩৫৬১(হুসাইন বাবু)।

তার কাছে একটি ল্যাপটপ এবং ১৪ হাজার টাকা ছিলো। গায়ে নীল রঙের কাটা পাঞ্জাবী, পরনে সাদা ট্রাউজার এবং পায়ে কালো সু ছিলো। তার বাড়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামে। ধারণা করা হচ্ছে হয়তো কোন ছিনতাইকারী অথবা অজ্ঞান পাটির কবলে পড়ছে।’

শিক্ষা প্রতিদিন/ইবি/মু.রা.সু