বেসরকারি শিক্ষকদের নিয়ে ফেসবুক ভাষণ!!!

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০২:০১ পিএম, ২৩ মে ২০১৯

বেসরকারি শিক্ষকদের নিয়ে ফেসবুক ভাষণ!!!
-মোহামামদ আলাউদ্দিন মাস্টার

সুপ্রিয় বেসরকারি শিক্ষক ভাইয়েরা আমার,
আজ একরাশ বেদনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সারা বাংলায় সাড়ে পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষকদের হৃদয়ে রক্তক্ষরণ চলছে! আমরা চেয়েছিলাম জাতীয়করণ, উল্টো পাইলাম ৪% কর্তন। মাননীয় প্রধানমন্ত্রী, অাপনি শুনতে কি পান আমাদের হৃদয়ের ক্রন্দন?

প্রিয় ভায়েরা আমার,
আমরা জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত। আমরা সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত। কিন্তু আমরা এমপিওভূক্ত। বেতনের পরিবর্তে আমরা লজ্জাস্কর অনুদান প্রাপ্ত। আমাদের রাইফেল আছে গুলি নাই! আমরা ভারবাহী, ফলভোগী নই। সরকারি চাকরিজীবীরা মাসের ১ তারিখে বেতন পেলেও আমাদের অনুদান কখন আসবে তার কোন ঠিক নেই। সরকারি চাকরিজীবীরা শতভাগ উৎসব ভাতা পেলেও আমরা পাই শিকিভাগ।

সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
সরকারি চাকরিজীবীরা ২০১৫ সাল থেকে ৫% ইনক্রিমেন্ট পেলেও আমরা পেয়েছি ২০১৮ সাল থেকে। একইভাবে বঞ্চিত করা হয়েছে বৈশাখী ভাতার ক্ষেত্রে। শিক্ষকের সন্তান আপনা আপনি মানুষ হবে, তাই শিক্ষা ভাতা দেয়া হয় না। শিক্ষক সমাজ বেরসিক, তাই বিনোদন ভাতা দুঃস্বপ্ন। বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে বদলী পদোন্নতি সোনার হরিণ।

সংগ্রামী বন্ধুগণ,
আমরা আশা করেছিলাম, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার
আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবেন। শিক্ষা জাতীয়করণ করে সকল বৈষম্যের অবসান ঘটাবেন। কিন্তু সরকার আমাদের দাবি মানলেন না। ষড়যন্ত্রীদের পরামর্শে উল্টো আমাদের রিযিকে হাত দিলেন। এতে আমরা বিচলিত নই তবে মর্মাহত। কোন ষড়যন্ত্রই আমাদের দাবায়ে রাখতে পারবে না। মনে রাখবা ঠকতে যখন শিখেছি আরও ঠকব। কিন্তু শিক্ষকতার অাদর্শ থেকে একটুও পিছপা হবো না। আমাদের ন্যায্য পাওনা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ।
“এবারের সংগ্রাম আমাদের অধিকার আদায়ের সংগ্রাম
এবারের সংগ্রাম জাতীয়করণের সংগ্রাম।”

ভাষণ সংকলনে,
প্রধান শিক্ষক
পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়
মুরাদনগর, কুমিল্লা
মোবাঃ ০১৮১৮৬৬৪০৩৪
E-mail: alauddinhm71@gmail.com

(মতামত প্রকাশের জন্য সম্পাদক দায়ী নয়)

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)