কারিগরি শাখার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ এবং ব্যবহারিকের যন্ত্রপাতি প্রয়োজন

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ০৬:৪৪ পিএম, ২৫ এপ্রিল ২০১৯

মোঃ আবুল হোসেন

কারিগরি শিক্ষার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই দেশের কল্যানে দক্ষ জনবল তৈরি করতে কারিগরি শাখায় দক্ষ শিক্ষকের প্রয়োজন। আর এই দক্ষ শিক্ষক পেতে হলে প্রশিক্ষণের বিকল্প কোনো অপশন নেই। দেশের উন্নয়নে জেনারেল শাখার পাশাপাশি যেহেতু কারিগরি শাখা ও বিশেষ ভূমিকা রাখছে তাহলে প্রশিক্ষণ থেকে কারিগরি শিক্ষকরা বঞ্চিত রাখা কতটুকু যুক্তিযুক্ত তা ভেবে দেখার অনুরোধ রইল।কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার পর থেকে কয়েক বছর শিক্ষকদের প্রশিক্ষণের এর ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমান সময়ে প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই। এই মুহুর্তে শিক্ষকদের আধুনিকায়ন করতে প্রশিক্ষণের বিকল্প কিছু হতে পারে না। বাস্তব এবং যুগোপযোগী পাঠদান করাতে প্রয়োজন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। কারিগরি শাখার মান উন্নয়নে দক্ষ শিক্ষকের প্রয়োজন। আর এই দক্ষ শিক্ষক তৈরির জন্য প্রশিক্ষণ ব্যতীত কারিগরি শাখার মান উন্নয়ন সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব কারিগরি শাখার জন্য প্রশিক্ষণের ব্যবস্থার করার জোর দাবি জানাচ্ছি কতৃপক্ষের নিকট।

কারিগরি শিক্ষা বর্তমান সময়ে একটি বাস্তবমুখী ও ক্যারিয়ার গঠনের শিক্ষা। যার মাধ্যমে হাতে কলমে বাস্তবমুখী শিক্ষা লাভ করতে পারে। নিজকে নিজে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে দেশকে। সেই জন্য বাংলাদেশে কারিগরি শিক্ষার ওপর মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন। বর্তমানে কারিগরি শিক্ষাকে প্রতিটি প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়েছেন বেকারত্ব কমানোর জন্য বিশেষ পদক্ষেপ। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে নিজে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। ছেলে এবং মেয়ে উভয়কেই সেলাই মেশিনের কাজ শেখানোর মাধ্যমে পরিবারের অভাব অনটন দূর করার এটি একটি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা যা সত্যিই প্রসংশনীয়। কারিগরি শিক্ষা একটি যুগোপযোগী শিক্ষা যার ফলে নতুন নতুন আত্মকর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে যার ফলে বেকারত্বের হার কমছে দিন দিন। কিন্তু কিছু প্রতিষ্ঠানে ব্যবহারিক যন্ত্রপাতির অভাবে কারিগরি শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে বাস্তবমুখী শিক্ষা থেকে। ব্যবহারিক ক্লাস নিতে অসুবিধা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। কারিগরি শিক্ষা যেহেতু হাতে কলমে বাস্তবমুখী শিক্ষা। সেক্ষেত্রে প্রতিটি কারিগরি শাখায় পর্যাপ্ত পরিমাণ উপকরণ থাকা আব্যশক। কম্পিউটার, সেলাই মেশিন, ইলেকট্রনিক যন্ত্রপাতি পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে অনেক প্রতিষ্ঠানে সঠিকভাবে ব্যবহারিক ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। ব্যবহারিক যন্ত্রপাতির সংকটের কারণে শিক্ষার্থীরা আজ পিছিয়ে পড়েছে হাতে কলমে শিক্ষা থেকে।

কারিগরি শিক্ষা গ্রহণ করার মূল উদ্দেশ্য হলো নিজেকে নিজে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা। নিজেকে উপার্জন ক্ষম হিসেবে গড়ে তোলা। আর যদি তা ব্যবহারিক যন্ত্রপাতির অভাবে শিক্ষা থেকে বঞ্চিত হয় শিক্ষার্থীরা তা সত্যিই হতাশা জনক।
আমরা আশা করি কারিগরি শাখার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ এ ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন।
কতৃপক্ষের নিকট বিনীত অনুরোধ এই যে, কারিগরি শাখার সমস্যাগুলো দূরীকরণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

লেখকঃ
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম- মহাসচিব
বাশিস ( নজরুল)
০১৯১৬২৯২৪৮৩

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)