কারিগরির শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ছাড়

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৬ পিএম, ১ এপ্রিল ২০১৯

কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদফতরের অধিনে শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের (২০১৯ খ্রিঃ) বেতন ছাড় দেয়া হয়েছে। রোববার (৩১ মার্চ) কারিগরি শিক্ষা অধিদফতর থেকে তাদের বেতন-ভাতার অর্থ নির্ধারিত ব্যাংকে জমা দেয়া হয়।কারিগরি শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের বেতন ছাড় হয়েছে। বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) নির্ধারিত ব্যাংকে জমা দেয়া হয়েছে।স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৮-২৯৫, ২৯৬, ২৯৭, ২৯৮ তারিখঃ ৩১/০৩/২০১৯ খ্রিঃ
শিক্ষকরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)