এবার লাইভে কাঁদলেন হেলেনা জাহাঙ্গীর
ফেসবুক লাইভে এসে কাঁদলেন হেলনা জাহাঙ্গীর। সোমবার ( ২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার ভেরিফাউড আইডি থেকে লাইভে আসেন তিনি। এসময় তিনি বলেন,গত কয়েক দিন আগের আমার একটি পোষ্টকে কেন্দ্র করে আমাকে এভাবে অপদস্থ করা ঠিক হয়নি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
ধারাবাহিকতায় বলেন, দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টকশোতে ব্যবসায়ীদেরকে বাটপার বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন । এক প্রশ্নের জবাবে কমাল হোসেন বলেন,হেলানা জাহাঙ্গীর আসবে জানলে আমি টকশোতে আসতাম না। কারণ উনাকে আমি চিনি না।
১০ মিনিট ৪ সেকেন্ডে হেলেনা জাহাঙ্গীর এসএম কামাল হোসেনের কথার মাঝে কথা বলতে চান এ সময় তিনি বলেন, আমি উনার সাথে কোনো কথা বলতে চাই না। ১১ মিনিটে বলে ২০০৮ সালের পরে যারা টাউট যারা সুবধিা বাদী তারাই আওয়ামী লীগেকে ব্যবহার করছেন।
চাকরিজীবী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই : হেলেনা জাহাঙ্গীর
হেলেনা জাহাঙ্গীর ২১ মিনিট ০৮ সেকেন্ডে বলেন কামাল সাহেব বলেন, আমি গ্রেফতারের আদেশ দিয়েছি। এটা উনি দিতে পারে না। উনি এ আদেশ দেওয়ার কে। আমি সেটাও বুঝতে পারলাম না। তিনি বলেন,আমি কি দুনীর্তি করেছি, খুন করেছি,রাষ্ট্রদ্রোহীতা করেছি। আমাকে দেখে বলে হেলেনা জাহাঙ্গীরের সাথে কথা বলবো না।
২৩ মিনিট ২৩ সেকেন্ডে বলেন আমি সরকারের জন্য একটা চ্যানেল চালাচ্ছি। ভর্তুকি দিয়ে চালাচ্ছি চার বছর যাবৎ। আমি চ্যানেলের বাহিরে কোনো কাজ করতে পারি না।
২৪ মিনিট ৩৫ সেকেন্ডে তিনি বলেন,কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাডভোকেট এবিএম রিয়াজুল করিম কাউছার বোরবার (২৫ জুলাই) রাতে লাইভে বলেছেন,হেলেনা জাহাঙ্গীর যেহেতু এসেছেন সেহেতু আমি চলে যাবো। প্রেক্ষিতে আমি জানাই আপনি থাকেন আমিই বরং চলে যাই। আমি লাইভ থেকে বের হয়ে গিয়েছি।
ভিডিওটি দেখতে ক্লিক করুন
সৌজন্যেঃ বার্তা বাজার