কোভিড: বাংলাদেশে এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু একদিনে ১০৮ জন

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৫ জুন ২০২১

ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০৮ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে চলতি বছর ১৯শে এপ্রিল স্বাস্থ্য বিভাগ ১১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো এবং ওই সময়ে বেশ কয়েকদিন ধরে মৃত্যুর সংখ্যা প্রতিদিন একশো’র বেশি ছিলো।

স্বাস্থ্য বিভাগ আজ যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে নতুন ৫,৮৬৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন এবং মোট মারা গেছেন ১৩ হাজার ৯৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৫৩টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২১ দশমিট ২২ শতাংশ।
এছাড়া, এই সময়ে ২,৭৭৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৩ জন মহিলা।
বাংলাদেশে বেশ কিছুদিন যাবত করোনাভাইরাসে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা বেড়ে চলছে।

গত বছরের মার্চের ৮ তারিখে দেশটিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে কাউকে শনাক্ত করার তথ্য দিয়েছিল স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশ’র ঘরে নেমে এসেছিল।
তবে এ বছর মার্চের শুরু থেকেই শনাক্তের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)