রাঙ্গুনিয়ায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ইউএনও’র অভিযান : সর্বোচ্চ ৬৫ টাকার বিক্রয়ের নির্দেশ

ctg_delowar
ctg_delowar, রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২ পিএম, ২ অক্টোবর ২০১৯

প্রতীকী ছবি
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা শান্তিরহাট বাজারে পেঁয়াজের বাজার দাম নিয়ন্ত্রণে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মাসুদুর রহমান।
বর্তমান সময়ে বাজারে পেঁয়াজের দামের যে ঊর্ধ্বগতি তার প্রভাব সারা বাংলাদেশ। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ থাকা সত্ত্বেও রাঙ্গুনিয়ায় বিভিন্ন খুচরা বাজারে দোকান গুলোতে কেনা ধরের দ্বিগুণ দাম নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে। এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।

মঙ্গলবার(১ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব, মাসুদুর রহমানের নেতৃত্বে তাৎক্ষণিক এ ভ্রাম্যমান অাদালতে অভিযান পরিচালনা করেন এবং অভিযানে সহযোগিতা করেন উপজেলা পুলিশ প্রশাসন।

বাজারে অভিযান পরিচালনাকালে দেখা যায়, ব্যবসায়ীগণ তাদের পেঁয়াজ বিভিন্ন দামে বিক্রি করছেন মূল্যভেদে ৭০টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত। তবে বাজারে লোকজনের কাছে জানা যায় যে, দোকানদারগণ ৯০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত ।
এ সময়ে অতিরিক্ত মুনাফা লাভের কারণে পেঁয়াজ বেশি দামে বিক্রয় করার দায়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার ও ৫ হাজার করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময়ে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬৫ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রয় করার নির্দেশ দেন এবং সাধারণ জনগণকে ৬৫ টাকার দামে মধ্যে ক্রয় করার নির্দেশ দেন, যদি কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান এ নিধারিত মূল্যের বেশি দামে বিক্রয় করলে উপজেলা প্রশাসনকে জানানোর নির্দেম দেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)