মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের ভাতা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারিদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখি ভাতা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম । আজ sশিক্ষা প্রতিদিন এ  পাঠানো সংগঠনের মহাসচিব মো. আব্দুল খালেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয় ১৫ নভেম্বর বেসরকারি শিক্ষক (স্কুল কলেজ) কর্মচারিদের জন্য ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখি ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু পরিতাপের বিষয়, এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারিদের জন্য উক্ত সুবিধা সংবলিত প্রজ্ঞাপন আজও জারি করা হয়নি। ফলে শিক্ষক কর্মচারিদের মধ্যে হতাশা বিরাজ করছে।  অনতিবিলম্বে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়।

---


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)