ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সালন্দর কামিল মাদরাসায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি,
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০১৯

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সালন্দর কামিল মাদরাসায় বিজয়ীদের পুরস্কার বিতরণ
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি ||
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মহান স্বাধীনতার স্থপতি ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রচনা প্রতিযোগিতায় দু’টি গ্রুপের বিষয় ছিল বঙ্গবন্ধুর ছেলেবেলা (ক -গ্রুপ ,ষষ্ঠ শ্রেণি হত অষ্টম শ্রেণি) , বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
(খ -গ্রুপ, ৯ থেকে আলিম শ্রেণি), চিত্রাংকন প্রতিযোগিতায় দু’টি গ্রুপে (ক-গ্রুপ, ১ম শ্রেণি -২য়)জাতীয় পতাকা, (খ-গ্রুপ, ৩য় শ্রেণি -৫ম শ্রেণি) জাতীয় স্মৃতিসৌধ শনিবার (২৪ আগস্ট) সকাল দশটায় সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল হাসান ত্বোহা’র সভাপতিত্বে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, মাওলানা বাদশা আলমগীর,মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, রসায়ন বিভাগের আলতাফুর রহমান, মাওলানা নাইমুল ইসলাম, মাওলানা শাহজাহান নেওয়াজ, ইংরেজি বিভাগের প্রভাষক বেহুলা বেগম, সহকারি শিক্ষক রেজওয়ানুর রহমান, মোখলেছুর রহমান,আনসারুল ইসলাম নুরে আলম শাহ প্রমুখ।এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্র-শিক্ষকসহ সকলে উপস্থিত ছিলেন

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)