সকল ধারার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এক হোক

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি,
প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৮ আগস্ট ২০১৯

প্রতীকী ছবি
মুহাম্মদ জসিম উদ্দীন, কলামিস্ট ||
স্বামী স্ত্রী দু’ জনেই চাকুরিজীবি। সন্তানেরা স্কুল, কলেজ, মদরাসা, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো ধারার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করে। এমন চিত্র আমাদের দেশের সকল পরিবারের না হলেও অন্তত সন্তানেরা ভিন্ন ভিন্ন ধারার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে- এমন চিত্র প্রায় সব পরিবারেই আছে।

সময়ের পরিক্রমায় পৃথিবী এখন অনেক এগিয়ে। মানুষও আগের তুলনায় অনেক কর্মব্যস্ত। কর্মব্যস্ততার মাঝে একটু বিরতি মানুষকে শারীরিক ক্লান্তি ঝড়িয়ে নব উদ্যমে কাজ করার শক্তি যোগায়। এজন্য পৃথিবীর সব দেশেই কর্মব্যস্ত মানুষের জন্য ছুটির ব্যবস্থা রয়েছে।
কর্মব্যস্ততার মাঝেও মানুষ সাপ্তাহিক ছুটির দিনটিতে স্ত্রী পুত্র পরিজনদের নিয়ে একটু সময় কাটাতে চায়। অনেক সময় পারিবারিক অন্যান্য কাজের চাপে সাপ্তাহিক এ বন্ধের দিনটিতে অনেক ব্যাস্ত সময় কাটাতে হয়। এজন্য কর্মব্যস্ত মানুষগুলো বিভিন্ন উপলক্ষ্যে প্রদত্ত বড় বন্ধ গুলোর আশায় থাকেন। কিন্তু আমাদের দেশের বিভিন্ন দপ্তরের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছুটির তালিকা ভিন্ন ভিন্ন। এতে পরিবারের বিভিন্ন সদস্যদের নিয়ে একত্রে সময় কাটানো সম্ভব হয় না।

তাই, বিভিন্ন উপলক্ষে প্রদত্ত ছুটি বিশেষ করে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দূর্গা পূজা, গ্রীস্ম কালীন ও শীতকালীন অবকাশের দীর্ঘ বন্ধ গুলো অভিন্ন হলে দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীগন অনেক উপকৃত হতো। বিষয়টি সম্পর্কে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ জসিম উদ্দীন
জিরাইল আজিজিয়া ফাজিল মাদরাসা
বাকেরগঞ্জ, বরিশাল।
>>>>>মতামতের জন্য সম্পাদক দায়ী নন<<<<<<


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)