বাশিসের (নজরুল) নেতৃত্বে ১২ জুলাই জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও আলোচনা সভায় যোগ দিন।

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি,
প্রকাশিত: ১১:১৩ পিএম, ৯ জুলাই ২০১৯

বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল)
বাশিস নজরুল নেতৃবৃন্দ প্রতিটি প্রতিষ্ঠানে কাজ চালিয়ে যাচ্ছে শিক্ষকদের দাবির পক্ষে সোচ্চার করতে। শিক্ষকরা ও সাড়া দিচ্ছে দাবি আদায়ের পক্ষে।
সারা বাংলাদেশে চলছে শিক্ষক সংগঠিত হওয়ার কাজ নিজে আসুন অন্যকে আসার জন্য উৎসাহিত করুন।

দাবি একটাই সমগ্র বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই। জাতীয়করণ ছাড়া বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্যের যাঁতাকল থেকে মুক্তি নাই।
পূর্বের ভুল বর্তমানে এনে লাভ নেই। সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে আন্দোলনের রুপ রেখা ঠিক করা হবে।

আসুন ভাই বসি ভাই দাবি আদায়ে ছাড় নাই।
আমরা সবাই ভাই ভাই আসুন দাবি আদায়ে এগিয়ে যাই।

চলো চলো ঢাকায় চলো ১২ জুলাই ঢাকায় চলো দাবি আদায়ে মানববন্ধন ও আলোচনা সভায়। আর নয় কোন বিভাজন এবার সবাইকে জাগতে হবে। দাবি আদায়ে লড়তে হবে।

আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আর কতকাল বৈষম্যের যাঁতাকলে চাপা পড়ে থাকব। আসুন আমরা এবার আমরা আমাদের অধিকার আদায়ে রাজ পথে অবস্থান নেই।

আমরা যদি না জাগি তবে কেমনে হবে দাবি আদায় বলুন । নীরবতা কোন শুভলক্ষণ নয়।
ঘরে বসে থেকে মুক্তি পাওয়া যাবে না। খোলস থেকে বের হয়ে রাজ পথে নামতে হবে। দাবি আদায়ে এর বিকল্প কোনো পথ নেই। বিভিন্ন সংগঠনের নামে বিভাজন সৃষ্টি না করে আসুন আমরা বৃহত্তর ঐক্যের মাধ্যমে আগামী ১২ জুলাই জাতীয় প্রেসক্লাবে দাবির পক্ষে অবস্থান নেই।

সংগঠনের ভিন্নতার কারণে আমরা আজ দাবি আদায়ে পিছিয়ে এটা আমাদের জন্য হতাশাজনক। এখন আমাদের উচিত এক প্লাটফর্মে এসে আন্দোলনে ঝাপিয়ে পড়া। আন্দোলন ছাড়া দাবি আদায় কখনো সম্ভব নয়। অতীত ইতিহাস তাই বলে। আমরা আজ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা যা যা সুযোগ সুবিধা পাচ্ছি তার বেশির ভাগই আন্দোলনের ফসল।

আন্দোলন মানে দাবির পক্ষে সোচ্চার হওয়া। তাই সকলে আওয়াজ তুলুন দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ।

ধন্যবাদান্তে
মোঃ আবুল হোসেন
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাশিস নজরুল
কেন্দ্রীয় কমিটি।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)