ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সিরাজুল ইসলাম
মোঃ সিরাজুল ইসলাম,
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ৬ জুলাই ২০১৯

ময়মনসিংহে বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ সিরাজুল ইসলাম || বিশেষ প্রতিনিধিঃ
আলহামদুলিল্লাহ - “নেতা নয়, আমরা সবাই জাতীয়করণ কর্মী” এই স্লোগানে বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের এক মতবিনিময় ও আলোচনা সভা ০৫-০৭-২০১৯ খ্রিঃ বিকাল ৪:৩০ মিনিটে মোমেনশাহী ইসলামী একাডেমী এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনিছুর রহমান এবং আবুল বাশার নাদিম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক নেতা মো: শফিউল আলীম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী জাতীয়করণ মঞ্চের ময়মনসিংহ জেলার আহ্বায়ক জনাব মো: জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক রুপম রশীদ অপরুপ, সদস্য জনাব প্রসন্ন কুমার দেব, সদস্য মো: সাইদুল ইসলাম।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে.এম বদর উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক জনাব মো: সাইফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মো: মামুনুর রশিদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আফজাল, যুব ও ক্রিড়া সম্পাদক জনাব মো: ইমরান হোসেন, ত্রিশালের আবুবকর সিদ্দিক স্যার, মোমেনশাহী ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শামসুদ্দিন স্যার, সহকারী অধ্যাপক আব্দুস সালাম স্যার, মো: তৈয়বুর রহমান, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব সাইদুর রহমান, ফুলবাড়িয়া উপজেলার লক্ষিপুর মাদ্রাসার সুপার মাওলানা মো নূরুল ইসলাম স্যার সহ ভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ প্রেস রিলিজ প্রদানের মাধ্যমে প্রকাশ করা হবে।

শিক্ষা প্রতিদিন/বাশিস/মো.সি.ই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)