উচ্চ মাধ্যমিকের উপবৃত্তি উত্তোলনের শেষ তারিখ ৩০ জুলাই

আজিজুর রহমান
আজিজুর রহমান,
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৫ জুন ২০১৯ | আপডেট: ০৮:৪৬ পিএম, ২৫ জুন ২০১৯

প্রতীকী ছবি
উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির উপবৃত্তির টাকা ৩০ জুলাইয়ের মধ্যে তোলার জন্য শিক্ষার্থীদের বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ৩য় ও ৪র্থ কিস্তি এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ১ম ও ২য় কিস্তির উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মোবাইল ব্যংকিং অ্যাকাউন্টে (ডাচ বাংলা ব্যাংক-রকেট) পাঠানো হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ শিক্ষা প্রতিষ্ঠানের পাওনা টাকা অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মুহাঃ মাহবুবর রহমানের স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া ২০১৭-’১৮ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির উপবৃত্তিযোগ্য যেসব শিক্ষার্থীর অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা যায়নি সেসব শিক্ষার্থীর তথ্য প্রকল্পের সফটওয়্যারে জরুরি ভিত্তিতে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে অনুরোধ করেছে শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, এ প্রকল্পের মাধ্যমে সারা দেশের প্রায় ৭ হাজার ৫০০ কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্রকে উপবৃত্তি ও অন্যান্য সুবিধাদি বাবদ টাকা দেয়া হয়।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)