গাড়ির উপর চার আঙুলের পায়ের রহস্যময় ছাপ!

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ৬ জানুয়ারী ২০২১

ছবিঃ সংগৃহীত
সারা রাত বাড়ির বাইরে ছিল গাড়ি। রাতে প্রবল তুষারপাত হয়েছে। গাড়িটির মালিক অ্যালিসিয়া স্মিথ সকালে উঠে দেখেন, গাড়ি প্রায় বরফে ঢেকে গেছে। সাথে তিনি অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করেন। গাড়ির উপর জমা বরফের স্তুপে বেশ কয়েকটা পায়ের ছাপ রয়েছে।
যে পায়ের ছাপ গাড়ির উপর জমা বরফে দেখা গিয়েছিল তাতে চারটি আঙুল ছিল। অথচ পায়ের গঠন অনেকটা মানুষের মতোই। মানুষ হলে পাঁচটির বদলে চারটি আঙুল কেন! মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহরের ঘটনা এটি।

অ্যালিসিয়া স্মিথ নামের ওই মহিলা বরফের উপর পায়ের ছাপ দেখে অবাক হননি। রাতে গাড়ি বাইরে থাকলে অনেক সময় পশু-পাখিরা তার উপর হাঁটাচলা করে। পশু-পাখির পায়ের ছাপ গাড়ির উপর তিনি আগেও দেখেছেন। কিন্তু এই পায়ের ছাপগুলো তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে।

ওই পায়ের ছাপ কোন প্রাণীর, তা নিয়ে রহস্য বাড়ছে। গাড়ির উইন্ডস্ক্রিন এর বাঁ দিক থেকে উঠে সেই পায়ের ছাপ গিয়েছে ছাদ পর্যন্ত। অ্যালিসিয়া সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। তবে কেউই বুঝতে পারছেন না, আসলে কোন প্রাণীর পায়ের ছাপ সেটি। অ্যালিসিয়া জানিয়েছেন, ওটা কোনও বাচ্চার পায়ের ছাপ নয়। তাছাড়া প্রবল ঠাণ্ডায় কোনও মানুষের পক্ষে খালি পায়ে রাতে বের হওয়াও সম্ভব নয়।

অ্যালিসিয়া বলেছেন, আমি সকালে উঠে গাড়ির সামনে গিয়ে চমকে উঠেছিলাম। চার আঙুলের পা কার হতে পারে। অনেককেই জিজ্ঞেস করলাম। কেউই স্পষ্ট কিছু বলতে পারছে না। তবে আমি নিশ্চিত ওটা মানুষের পায়ের ছাপ নয়।

সূত্র: জি ২৪ ঘণ্টা

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)