এসএসসির ফরম পূরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২২ নভেম্বর ২০১৮

বিলম্ব ফিসহ এসএসসি ২০১৯ খ্রিস্টাব্দের ফরম পূরণে সময় ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) ফরম পূরণের শেষদিন থাকলেও দুপুর বারোটার পর সার্ভার অকার্যকর হয়ে যায়। এতে অনেকেই ফরম পূরণ করতে পারেনি বলে শিক্ষা প্রতিদিনকে জানিয়েছেন।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, আবার সার্ভার খুলে দেয়া হয়েছে। আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।

শিক্ষক নেতা মো: নজরুল ইসলাম রনি এক সপ্তাহ সময় বৃদ্ধি দাবি করেছিলেন। মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলের কয়েকজনের ফরম পূরণ করা যায়নি সার্ভার জটিলতায়।

নজরুল ইসলাম রনি জানান, টেস্টে ফেল করা অনেক শিক্ষার্থীর অভিভাবক ফরম পূরণের জন্য চাপ দিচ্ছে। প্রধান শিক্ষকদের নানাভাবে হুমকি দিচ্ছেন।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)