বাবেশিকফো শুভেচ্ছা জানালো মাউশির মহাপরিচালককে 

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৮:২৪ এএম, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৬:৩১ পিএম, ২১ নভেম্বর ২০১৮

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নের্তবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (২০ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সিনিয়র সহসভাপতি জনাব রফিকূল ইসলাম, যুগ্ম মহাসচিব রফিকূল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল, ঢাকা মহনগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস,এম, ফরিদ উদ্দীন সহ সম্মানিত কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে আগামিতে বেসরকারি থেকে “বে” উপসর্গটা বাদ দেয়ার জন্য অনুরোধ করা হয়। এসময় ডিজি মহোদয় খুবই আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের কথা শোনেন এবং বলেন, ”জাতীয়করণ এখন সময়ের ব্যাপার। আমি দেখবো।”

রবিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ফলে মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। ইতিপূর্বে তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম)-এর মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

নতুন মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ১৯৯৩ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি অধ্যাপক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যোগ দেন। ২০০৮ সালে তৃতীয় গ্রেড লাভ করেন। দীর্ঘ সরকারি চাকরি জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি লিয়েনে সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজির অধ্যাপক হিসেবে চাকরি করেছেন। নায়েমে যোগ দেওয়ার আগে তিনি পরিচালক হিসেবে মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদদফরের চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ছিলেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)