ইবির বিভিন্ন প্রশাসনিক অফিস আকস্মিক পরিদর্শনে উপাচার্য

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি,
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৩ জুলাই ২০১৯

ইবির বিভিন্ন প্রশাসনিক অফিস আকস্মিক পরিদর্শনে   উপাচার্য
মুখলেসুর রাহমান সুইট: ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী আকস্মিকভাবে বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন। শনিবার (১৩ জুলাই) সকাল ৯:৩০ মিনিটে আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক অফিস পরিদর্শন করেন।

এসময় তিনি বিভিন্ন অফিস কক্ষে প্রবেশ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নেন এবং অনুপস্থিতির তালিকা তৈরি করেন। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন রেজিস্ট্রার (ভার.) এস. এম আব্দুল লতিফসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে উপাচার্য ড. রাশিদ আসকারী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের পথে এগিয়ে চলেছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।


পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)